ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

এবার খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে : কাদের

বিএনপির একদফা ভুয়া, এক দফা খাদে পড়ে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে ও হাওয়া ভবনের বিরুদ্ধে। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।


ভিডিও বার্তায় তারেক রহমান পুলিশকে ধমক দিচ্ছে উল্লেখ্য করে তিনি বলেন, তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন, এখন তিনি হয়েছেন মির্জা ফখরুলের নেতা।


তারেক জিয়াকে উদ্দেশ্য করে এ সময় কাদের বলেন, অলি-গলি মে শোর হায়, তারেক জিয়া চোর হায়।


এর আগে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। জুম্মার নামাজের পরে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঢল নামে।


অন্যদিকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। তাদের এ সমাবেশের বিপরীতে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন।

ads

Our Facebook Page